মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দিনাজপুরের হিলিতে সরকারি বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১ টায় টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, স্ক্র্যাচ, চশমা ঔষুধ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামছুল হক, সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল নবী, হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।