টাঙ্গাইলের ভূঞাপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ৬টি শাখায় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ব্র্যাক শাখায় প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে ব্র্যাক হাইব্রিড ধান-১৮ (রাজা) বিতরণ করা হয়। কৃষকের পাশাপাশি কৃষাণীরাও এ বীজ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ উমেদ আলী, ভূঞাপুর এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নির্মল কুমার সাহা, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মালেক, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ উমেদ আলী জানান, প্রতি ২ কেজি আমন ধানবীজ একবিঘা জমিতে রোপন করা যায়। এই ধানগাছ সহজে হেলে পড়ে না। এতে রোগ ও পোকামাকড় কম হয়। প্রতি বিঘায় ধান উৎপাদন হবে ২২-২৫ মণ।