খুলনায় বেসিকোর সকল শ্রমিককে ছুটিতে পাঠালো কর্তৃপক্ষ : প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০২:৪৫ পিএম
খুলনায় বেসিকোর সকল শ্রমিককে ছুটিতে পাঠালো কর্তৃপক্ষ : প্রতিবাদে বিক্ষোভ

কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই গত ১৫ মে রাতে নোটিশ দিয়ে বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড- বেসিকোর সকল শ্রমিককে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ এবং ছুটিতে পাঠানো শ্রমিকদের পুনর্বহাল করে কারখানা চালু ও দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র এমডি নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। 

বুধবার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর সামনে বেসিকো রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়কারী ফায়জুল হক শিমুল, মুখপাত্র জাহিদুল ইসলাম ও রাজিবুল ইসলাম।  তারা ঈদের আগেই বাংলাদেশের প্রথম প্রি-পেইড মিটার তৈরি কারখানাটি চালুর দাবি জানায়।

সংগঠনের সমন্বয়কারী ফায়জুল হক শিমুল বলেন, কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই গত ১৫ মে রাতে নোটিশ দিয়ে বেসিকোর সব শ্রমিককে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করছি। আজ বৃহস্পতিবারও  সকাল সাড়ে আটটায় ওজোপাডিকো ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে