আজও অবরুদ্ধ নগরভবন, বন্ধ সেবা কার্যক্রম

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৩:২৭ পিএম
আজও অবরুদ্ধ নগরভবন, বন্ধ সেবা কার্যক্রম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন সমর্থকরা। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে তালা ঝুলানো দেখা গেছে। এতে ১৫ দিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার সকাল ১১টার দিকে নগরভবনে এমন চিত্র দেখা গেছে।

ইশরাক সমর্থকদের ভাষ্য অনুযায়ী, “সেবাপ্রত্যাশীরা যে ভোগান্তিতে পড়ছে তার দায় কেবল স্থানীয় সরকারের। কারণ স্থানীয় সরকারের টালবাহানায় আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আগ পর্যন্ত নগরভবনের তালা খোলা হবে না। তবে নগরভবনের তালা বন্ধ থাকলেও নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলমান থাকবে।”

এদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, “সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয় তার জন্য আমরা পরিচ্ছন্নতা বিভাগের সব ধরনের কাজে সহযোগিতা করছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।”

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। আজও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরে ও ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ।

আপনার জেলার সংবাদ পড়তে