ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬০) নামের এ ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। সে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
নায়েব আলী মোল্লার প্রতিবেশী ইউনুস পাটোয়ারীর (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জামতলার মাঠের জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে নায়েব আলী জামতলা মাঠে গেলে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারী’র সাথে বাকবিতান্ডা হয়। এ পর্যায়ে নায়েব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারী (২২)। সে সময় স্থানীরা গুরুতর আহত অবস্থায় নায়েব আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমলেপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: খালিদ হাসান তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নায়েব আলী মোল্লার ছেলে বিল্লাল হোসেন জানান, ওই সময় আমি সেখানে (ঘটনাস্থল) ছিলাম না। প্রতিবেশিরা আমার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে এমন খবর পেয়ে এখানে এসে দেখি আব্বা মারা গেছে। ইউনুস পাটোয়ারীর সাথে জমি নিয়ে আমাদের ঝামেলা ছিল,যে কারনে এ ঘটনা ঘটেছে।স্থানীয় ইউপি সদস্য নান্নু আহমেদ বলেন, আমরা সবাই মিলে নায়েব আলী মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তার জানায় সে মারা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমলেপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা: খালিদ হাসান বলেন, মাথায় আঘাতের কারনে প্রচুর রক্ত ক্ষরন হওয়া তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । মরদেহ মর্গে পাঠানো হবে এবং আসামি ধরার চেষ্টা চলছে ।