বিরলে সড়ক দূর্ঘটনায় ছাত্রী নিহত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৪:৫৬ পিএম
বিরলে সড়ক দূর্ঘটনায় ছাত্রী নিহত

বিরলে ট্রাক্টর এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৮ম শ্রেণির এক ছাত্রী নিহত ও ১০ম শ্রেণির অপর এক ছাত্রীসহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রী ও মোটরসাইকেল চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।

উপজেলার বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের নিহত ছাত্রী মোহনা আক্তার সাম্মি একই ইউনিয়নের লক্ষীজল গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং আহত ছাত্রী একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে ঋতু আক্তার। 

বুধবার সকালে দু’জনই চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে আসার পথে বিদ্যালয় সংলগ্ন কাঞ্চন বাজারে একটি ইটবোঝাই ট্রাক্টরের সাথে সংঘর্ষে দূর্ঘটনার শিকার হয়। বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, আহত ছাত্রী ও মোটরসাইকেল চালকের চিকিৎসা চলমান রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে