"সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের অধিনে বুধবার (২৮ মে) পাটচাষীদের নিয়ে দিনব্যাপী পাটচাষীদের প্রশিক্ষন দেয়া হয়েছে। গাবতলী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষনে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,
প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, বক্তব্য রাখেন, গাবতলী কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পল্লি উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী পরিচালক মঃ সোলায়মান আলী, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেঃ নুরুল ইসলাম।