চিলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৫:৪৪ পিএম
চিলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে বুধবার দুপুর ১২ টায় চিলমারী উপজেলা পরিষদ ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন, চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া সাবরীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, রাজারভিটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাইবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রেস ক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে