পার্বতীপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্টে নিহত ২

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) :
| আপডেট: ২৮ মে, ২০২৫, ০৬:৪৪ পিএম | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৬:৪৪ পিএম
পার্বতীপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্টে নিহত ২

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সি ওয়াই মোল্ডি বিডি কোম্পানি লিমিটেড দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজনেই পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকায় অবস্থিত সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় ও পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মাসুদ রানা জানান, ছুটি শেষে তারা রাত সাড়ে ৯ টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পার্বতীপুর থেকে আসা সৈয়দপুরের উদ্দেশে যাওয়া একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী হেলপার পালিয়ে যায়। ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রাজ মেট্রো-ট-১১-০৩-৯০ ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে তাৎক্ষনিক পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।   

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় রাতেই সড়ক পরিবহন আইনে একটি হত্যা মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে