লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৮ মে ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল খান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মকলেছুর রহমান, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।