পার্বতীপুরে এসডিজি-৪ স্থানীয়করণ বাস্তবায়নে সভা

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৭:১৮ পিএম
পার্বতীপুরে এসডিজি-৪ স্থানীয়করণ বাস্তবায়নে সভা

শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধির অংশগ্রহনে পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে গ্লোবাল পার্টনারশীপ এডুকেশন (জিপিই) সহযোগিতায় এসডিজি-৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১টায় পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের সভাকক্ষে এ শীর্ষক মতবিনিময় সভা হয়।  

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। এতে সভাপতিত্ব করেন, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী মো: আমিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, গণসাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম ও  গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম অফিসার শ্যামল কান্তি সিংহ রায় প্রমুখ। এসময় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, পার্বতীপুর প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও সিংগিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার, দৈনিক দেশ রুপান্তর পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী, ঝাড়ুয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান জাকির হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, দক্ষিণ শালন্দার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকনউদ্দীন, কাম-টু-ওয়ার্ক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এরিয়া ম্যানেজার সাজ্জাদ হোসেন ও সিবিআর ইন্টার্ন ম্যাপইন সিবিয়ার ইন্টার্ন আ ন ম জুলফিকার প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের ৫৫ জন প্রতিনিধি অংশ নেয়। সভায় উপস্থিত তাদের স্কুলের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন।

আপনার জেলার সংবাদ পড়তে