মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৭:৪৪ পিএম
মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আজ বুধবার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ক স্লোগান ও সচেতনতামূলক বার্তা প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারণা চালান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান, এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হোসাইন আরিফ।

আয়োজকেরা জানান, পুষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা পরামর্শ, পুষ্টি শিক্ষা, এতিমখানায় পুষ্টিমান খাবার বিতরণ, ওয়ার্কশপ ও স্থানীয় কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে