কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী নতুন বাজারে ঘটনাটি ঘটে।
নিহত শরীফ মিয়া সালুয়দী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে। তার সালুয়াদী নতুন বাজারে একটি ওয়ার্কসপের ব্যাবসা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে শরীফের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের স্বজনরা জানান, শরীফের কাছে চাঁদা দাবী করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে তাঁর ব্যাবসা প্রতিষ্ঠানে ফেলে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা দোষিদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ছুরিকাঘাতে ব্যাবসায়ীকে হত্যার তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে ঠিক কি কারনে এই হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।