টঙ্গী থেকে ‎অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ১১:৩৮ এএম
টঙ্গী থেকে ‎অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, গ্রেফতার ৩
গাজীপুরের টঙ্গী থেকে আলিফ নামে সাড়ে চার বছরের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ‎অপহরণের পাঁচদিন পর ওই শিশুকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রাহারিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। ‎অপহরণের অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ‎গ্রেফতারকৃতরা হলেন-আল আমিন(৪৩) তার স্ত্রী তাহমিনা(৩৭) ও তাদের ছেলে কালাম(২২)। ‎এরআগে,গত শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। ‎ বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ‎সম্মেলনে পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয় ।পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে তার বাবা আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ ওই এলাকার লোকজনদের দেয়া তথ্যে অভিযুক্ত কালামকে সনাক্তের পর ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কালাম অপহরণের দায় স্বীকার করেন। পরে কালামের দেয়া তথ্যে ঝিনাইদহের রাহারিপাড়া এলাকা থেকে অপহৃত শিশু আলিফকে উদ্ধার ও কালামের সৎ বাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেফতার করেন। ‎গ্রেফতারকৃত তিনজন শিশু অপহরণ চক্রের সদস্য বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।
আপনার জেলার সংবাদ পড়তে