তারাগঞ্জ প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে তেল পাম্প, আইসক্রিম ফ্যাক্টরি ও বেকারিতে অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই কর্মকর্তাদের সাথে নিয়ে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,, বিএসটিআই আইনের ২০১৮ এর ওজন ও পরিমাপ মানদন্ড, মিথ্যা তথ্য প্রদান করায় (২৯, ২৪(১) ও ৩০) ধারা অনুযায়ী সোনালী ফিলিংস স্টেশন ৮ হাজার, আজমেরী বেকারি ১০ হাজার , প্রমি আইসক্রিম ১০ হাজার, চয়েস সুপার আইসক্রিম ১০ হাজার করে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তারাগঞ্জ নতুন চৌপথি ও বাজারের বিভিন্ন হোটেল, মুদি খানায় বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা । প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রংপুর জেলার বিএসটিআই এর পরিদর্শক নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার তাওহিদ আল-আমিন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, বিএসটিআই আইনের ২০১৮ এর ওজন ও পরিমাপ মানদন্ড ও মিথ্যা তথ্য প্রদান করায় (২৯, ২৪(১) ও ৩০) ধারা অনুযায়ী চারটি প্রতিষ্ঠানে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হোটেল, মুদি খানায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।