ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০২:৩১ পিএম
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার(২৯ মে) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ তোরাব আলী (৮০) বাগেরহাটের বারুইপাড়ার পারকুরশাইল গ্রামের কুব্বাত আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে তোরাব আলী বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। ফকিরহাট গোড়াউন মোড় এলাকায় এসে পৌঁছনোর পর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের গোডাউন মোড় এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে