যশোর-সাতক্ষীরা মেইন সড়কের মণিরামপুর চালকিডাঙ্গা বাজারে দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহতের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন। মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান (৫০) ও আশাবুল ইসলাম (১৭) নামের দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। চালকিডাঙ্গা গ্রামের আহত ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত হাফিজুর রহমান যশোর সদরের খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে এবং আশাবুল মণিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগামী মটোরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাল মর্গে এবং মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।