সেনাবাহিনীর অভিযানে বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে। অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে বুধবার রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকার প্রায় ২ কিলোমিটার এরিয়া ঘিরে নিয়ে প্রায় ১ শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনা সদস্যরা তালা ভেঙে উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল ও ধারালো দাসহ ছোট বড় ৩০টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এসময় এক নারী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্যসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল। এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।