গাজীপুর ১আসনের জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের সভা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৩:২২ পিএম
গাজীপুর ১আসনের জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের সভা
গাজীপুর ১আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে কালিয়াকৈরে সাংবাদিকদের মতবিনিময় কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের সাথে গাজীপুর-১সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু, শাহ আলম বকশির মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মু,শাহ আলম বকশি যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা লগ্নের সদস্য। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি মানারাত ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্বরত রয়েছেন। কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি শফিউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন,কালিয়াকৈর উপজেলা আমীর বেলাল হোসেন, কালিয়াকৈর পৌর আমীর ইয়াসীন আলী মৃধা, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম অভি, সাংবাদিক মীর সোহেল মিয়া প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে