১১তম গ্রেডে বেতন বাস্তবায়নে

কিশোরগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৫:১২ পিএম
কিশোরগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি

কিশোরগঞ্জের বাজিতপুরসহ ১৩ উপজেলার কয়েক হাজার প্রাথমিক শিক্ষক তাদের ১১তম গ্রেড বাস্তবায়নের জন্য গত ২৫ মে থেকে আগামী ২৬ মে পর্যন্ত গ্রেডেশন দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হচ্ছে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সরকারের কাছে অন্যান্য কর্মচারীদের যেভাবে গ্রেডেশন দাবী করেছে তারাও সে পদ্ধতিতে বাস্তবায়ন করতে চায়। যেসব শিক্ষক ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান করার জন্য কেন্দ্রীয়ভাবে বলা হয়েছে। এরই অংশ হিসেবে বাজিতপুর উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করে আসছে। 

আপনার জেলার সংবাদ পড়তে