বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে পিরোজপুরে বুধবার রাত থেকে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে পিরোজপুর শহরতলিসহ জেলার বিভিন্ন উপজেলার নিম্মাঞ্চল। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে জেলা শহরের প্রধান সড়ক সহ অন্যান্ন সড়কে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মাঝেরচর, বড়মাছুয়া, ছোটমাছুয়া, শাপলেজা, খেতাছিড়া, ভান্ডারিয়া উপজেলার চরখালি, তেলিখালী, ইন্দুরকানি উপজেলার সাউথখালীর চর, চরখালি, কাউখালী উপজেলার সোনাকুর এলাকায় অবিরাম বৃষ্টি এবং জোয়ারে দেড় থেকে দুই ফুট পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ারে পানি আরো বাড়তে পারে বলে এসব এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানিয়েছেন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তিনি জানান, জেলার ৭ উপজেলায ২৯৫ টি সাইক্লোন শেল্টার ও ৬৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।