মান্দায় ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৫:৩৩ পিএম
মান্দায় ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুর‌্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক কংগ্রেস। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নওগাঁর ভারপ্রাপ্ত প্রশিক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ।

কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ উদ্যোক্তা তৈরিসহ জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।