মান্দায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও সমাবেশ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৬:২১ পিএম
মান্দায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও সমাবেশ

নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক কান্তি কুমার সরকারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।  দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে বিদায়ী এই শিক্ষকের প্রতি সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই হৃদয়স্পর্শী অনুষ্ঠান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশের। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, আল মামুনার রশিদ মামুন, শফিকুল ইসলাম ও এডওয়ার্ড বিনোদ সরেন। বক্তারা বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কান্তি কুমার সরকার দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে এসেছেন। শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান বলেন, ‘কান্তি কুমার সরকার শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সততা, দায়িত্ববোধ ও আদর্শবান মনোভাব তাঁকে একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।’

বিদায়ী শিক্ষক তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা বিভাগের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য শুভকামনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে