কালীগঞ্জে কৃষক হত্যার ঘটনায়মা ও ছেলে আটক

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৬:৪০ পিএম
কালীগঞ্জে কৃষক হত্যার ঘটনায়মা ও ছেলে আটক

ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলা মালিয়াট গ্রামে জমি-জমা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬২) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনায় তার ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় স্থানীয়রা মা ও ছেলেকে আটক করে থানা পুলিশের খবর দেয়,পরে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করে।

বুধবার দুপুরে প্রতিটক্ষরা নায়েব আলীকে হত্যার পর ওই গ্রামের একটি বাড়িতে পালিয়ে থাকা অবস্থায় খুনি ইউনুস আলীর স্ত্রী রশিদা বেগম এবং ছেলে আলামিন হোসেনকে স্থানীয়রা আটক করে থানা পুলিশের খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় হত্যাকান্ডের সাথে জড়িতদের বাড়ি ঘর ভাংচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে হত্যার সাথে জড়িতদের  কয়েকটি গবাদি পশু নিয়ে যায় বলে জানা যায়।

উল্লেখ্য, নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। পরে সংবাদ পেয়ে নায়েব আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম হাওলাদার জানান, এই হত্যাকান্ডের ঘটনায় নিহত নায়ে আলীর ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এদিন রাতেই হত্যার সাথে জড়িত মা ও ছেলেকে আটক করে পুলিশ। এবং অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে