জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দেশসেরা দশজনের মধ্যে ২য় নির্বাচিত হয়েছেন বাতিঘর আদর্শ পাঠাগার এর সদস্য ও পাঠক "ফাওজিয়াহ হক জিনাত"।
আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও অধ্যাপক আহমেদ মোস্তফা কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক এবং কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। অনুষ্ঠানে বেসরকারি পাঠাগারসমূহের প্রতিনিধি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশের ৩৯ টি পাঠাগারের চারশতাধিক প্রতিযোগী এ গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের লিখিত বুক রিভিউ ও মৌখিকভাবে উপস্থাপনের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। স্কুল পর্যায়ের জন্য নির্ধারিত ছিল অঁতোয়ান দ্য স্যাৎ-একজ্যুেপরির লেখা 'ছোট্ট রাজপুত্র' বইটি।
উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।