টাঙ্গাইলের গোপালপুরে আশা শিক্ষা কর্মসূচীর আওতায় অভিভাবক সভা

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৭:০১ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে আশা শিক্ষা কর্মসূচীর আওতায় অভিভাবক সভা

টাঙ্গাইলের গোপালপুর  উপজেলার ভেঙ্গুলা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ে ”আশা শিক্ষা কর্মসূচি আওতায়”ঝরেপড়া রোধে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথিরা  শিক্ষার্থী ঝরেপরা রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন থাকা আহবান জানান।

বৃহস্পতিবার (২৯ মে)  সকাল ১১টায় ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভেঙ্গুলা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শেখ মোঃ জোবায়েরুল হক।


অনুষ্ঠান উদ্বোধন ছিলেন আশা কর্মসূচী’র সিনিয়র ডিস্টিক ম্যানেজার আব্দুল আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ মোঃ আমিনুল ইসলাম,আশা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

২০১১ সাল থেকে ‘আশা’ দেশের পিছিয়ে পড়া এলাকার দরিদ্র জনগোষ্টির শিশু ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যক্রম শুরু করেন। বর্তমানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীদের এর আওতায় আনা হয়েছে। আগামীতে ৯ম, ১০ম শ্রেণী শিক্ষার্থীদের ঝরেপরা রোধে এ কর্মসূচীর আওয়াতায় আনার পরিকল্পনা রয়েছে আশা’র। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে