ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর ভাট,থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূইঁয়া, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, দাতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ,মাদক-জুয়া,চুরি , ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতনসহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।