পবিত্র ঈদুল আযহা সামনে রেখে লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে ৭টি গাড়ির একটি বিশাল বহর নিয়ে শোডাউন করেছে।বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে লালপুর থানা পুলিশের উদ্যেগে থানা চত্বর থেকে সাতটি গাড়ির বহর উপজেলার লালপুর ত্রিমোহিনী চত্বর, ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড়, গোপালপুর উপজেলা পরিষদ মোড়, গোপালপুর বাজার গোপালপুর রেলগেট, ওয়ালিয়া মোড়, ধুপইল মোড়, চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলগেট, আড়বাব ইউনিয়নের সালামপুর বাজার, কচুয়া বাজার, লালপুর ঠাকুর মোড়, রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় হয়ে লালপুর থানায় সমবেত হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক প্রস্তুতির জানান দেওয়া।
গাড়ি বহরে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ও সি তদন্ত) মমিনুজ্জামান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আইসি সুমনচন্দ্র সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ।