নবাবগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭ এএম
নবাবগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জ দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার(১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পরিষদ ও দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সামনে দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষর্থী ও এলাকার খেলোয়াড়গণ খেলাধুলার মত বিনোদন থেকে বঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখে ও মাঠকে অক্ষত রেখে নতুন একাডেমিক ভবন নির্মান করার দাবী জানান। এছাড়াও  সুস্থ দেহ সুস্থ মন ক্রীড়া করে আনয়ন, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই,প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে