রাজশাহীর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরে গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৩:২৯ পিএম
রাজশাহীর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরে গ্রেপ্তার
রাজশাহীর যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত এক আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব।শুক্রবার (৩০ মে) দুপুরে র‍‍্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানার শিকদারের ডাংগি এলাকা থেকে র‍‍্যাব-৫ ও র‍‍্যাব-১০ এর যৌথদল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহাবুল। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামে তার বাড়ি। র‍‍্যাব জানায়, ২০১২ সালে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন মাহাবুল। দীর্ঘ দিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে