রূপসায় ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৪:০৬ পিএম
রূপসায়  ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প অনুষ্ঠিত

উপ‌জেলাধীন সিএসএস রূপসা ব্রাঞ্চ-১ এর আওতায় রেভা‌রেন্ড পল মুন্সি স্মরণে ও এম এফ পি প্রেগ্রো‌মের উদ‌্যাে‌গে মা ও শিশু স্বাস্থ‌্য বিষয়ক চি‌কিৎসা সেবা ক‌্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকা‌লে এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পূর্ব রূপসা ব্যাংক মোড়স্থ সি এস এস রূপসা ব্রাঞ্চ-১ অ‌ফিস মিলনায়ত‌নে অনুষ্ঠিত মে‌ডি‌কেল ক‌্যাম্প ও আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সিএসএস খুলনা রি‌জিওনাল ম‌্যা‌নেজার মো. আ‌মিরুল ইসলাম।

সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাগমারা বাজার ব‌ণিক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো. নাজমুল হুসাইন। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রূপসা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি তরুন চক্রবর্তী বিষ্ণু।

রূপসা ব্রাঞ্চ-১ এর ম‌্যা‌নেজার মো. শ‌ফিকুল ইসলা‌মের সঞ্চালনায় বক্তৃতা ক‌রেন রূপসা ব্রাঞ্চের এ‌বিএম তপন কুমার বিশ্বাস, হিসাব রক্ষক রুপা দাস, ঋণ কর্মকর্তা অ‌জিত সরকার, অ‌র্পিতা রানী প্রমুখ।

সভায় বক্তারা ব‌লেন, সি এস এস শুধুমাত্র মাইক্রো ফাইন‌্যান্স প্রোগ্রামই নয় বরং নানা‌বিধ মান‌বিক সহায়তা কার্যক্রম প‌রিচালনা ক‌রে আস‌ছে। এক্ষ‌ৎেরে মাইক্রো প্রোগ্রামের আওতায় সুফল‌ভোগী‌দের মা‌ঝে বিনামূল‌্যে স্বাস্থ‌্য সেবা সহায়তা প্রদা‌নের লক্ষ‌্যওে কাজ করার মহতী উদ‌্যােগ গ্রহন ক‌রে তা বাস্তবায়ন কর‌ছে সি এস এস কর্তৃপক্ষ। বি‌ভিন্ন পর্যা‌য়ের সুফল‌ভোগী‌দের মা‌ঝে স্বাস্থ‌্য সেবা সহায়তা প্রদান ক‌রেন গাজী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ডা. সা‌ফিনাজ মেহজা‌বিন। সকাল ৯টা থে‌কে বেলা ১টা পযর্ন্ত আগত রোগী সেবা কার্যক্রম চলমান থা‌কে। দিনব‌্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় শতা‌ধিক রোগীর চি‌কিৎসা শে‌ষে তা‌দের‌কে ব‌্যবস্থাপত্র প্রদান করা হয়।

অপর‌দি‌কে বাগমারা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় সংলগ্ন অ‌ফিস মিলনায়ত‌নে অনুরুপ মে‌ডি‌কেল ক‌্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন সিএসএস খুলনা রি‌জিওনাল ম‌্যা‌নেজার মোঃ আ‌মিরুল ইসলাম। সভাপ‌তিত্ব ক‌রেন সিএসএস ব্রাঞ্চ-২ এর ম‌্যা‌নেজার মো. শা‌মীম রেজা।

আপনার জেলার সংবাদ পড়তে