বৈরী আবহাওয়ার মাঝেও প্রস্তাবিত টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটী-পাকুটিয়া-কালামপুর সড়কের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করেছেন জেলা প্রশাসন, টাঙ্গাইল। বৃহস্পতিবার বিকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে টুকনীখোলা গ্রাম থেকে অধিগ্রহণের চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টাঙ্গাইল, সাব্বির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, দেলদুয়ার, মোহাম্মদ নাজমুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, টাঙ্গাইল, মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, সহকারী কমিশনার (ভূমি), দেলদুয়ার, জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো, সার্ভেয়ার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,"অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সকল চেক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।"