বন্যহাতির আক্রমণে শেরপুরের নালিতাবাড়ীতে ছুরতন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩ টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরানো ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুটিলা রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবাড়ী পাহাড়ের টিলায় পাঁচ-ছয়দিন ধরে ৩৫-৪০টি বন্যহাতি দল বেধে অবস্থান করছিল। গত কয়েক দিনে হাতির আক্রমণে বাতকুচি বিট কার্যালয়সহ অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির দল খেয়ে ফেলেছে ধান-চাল। মধুটিলা ইকোপার্কের ক্যান্টিন ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০ টার দিকে বাতকুচি এলাকায় হাতির দল হানা দেয়। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। পরে রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এসময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, নিহত বৃদ্ধা একাই বাড়ি ছিলেন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হবে।