লালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৫:২৯ পিএম
লালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

নাটোরের লালপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন সহ লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠান পালন করেছেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার দক্ষিণ লালপুর মধ্যপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম,

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।

এছাড়াও  লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আলম মুকুল, লালপুর উপজেলা যুবদলের সদস্য মনজুরুল ইসলাম বুলেট খান, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও লালপুর থানা জামে মসজিদ, লালপুর বাজার জামে মসজিদ, গোপালপুর পৌর মসজিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে এউপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এব্যাপারে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশীদ পাপ্পু জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে  দলীয় কর্মসূচি স্থগিত করা হলেও লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ  বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে