ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৬:১৬ পিএম
ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০মে (শুক্রবার) সকালে বিএনপি ও অঙ্গ সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের এসে মিলিত হয়।আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।  

সকাল ১১টাকায়  উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মুর্শেদ আলম। আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন,সারোয়ার জাহান এমরান,সদস্য সিরাজুল ইসলাম ঢালী, বিশিষ্ট শিল্পপ্রতি গ্রীণ অরণ্য পার্কের চেয়ারম্যান ও সেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সদস্য মো-্তাফিজুর রহমান মামুন,শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,আবু সাঈদ জুয়েল ।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, নাসির উদ্দিন,সরকার,খালেদা নার্গিস,নজরুল ইসলাম বিএসসি,উপজেলা বিএনপির সদস্য আঃ রউফ, মোঃ আলমগীর হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, যুবদল নেতা শামীম আহমেদ, আসাদুজ্জামান খোকন, এমদাদুল হক খসরু শাহজাহান, রাসেল মন্ডল, হুমায়ুন, জাসাস সাধাঃ সম্পাদক এম এম কবির, স্বেচ্ছাসেবকদল নেতা সজিব, তিয়াস মাহমুদ শুভ, ছাত্রনেতা শরীফ হাসান, হাসিব আল হানিফ, মাহিদ আল হাসান মৃদুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে