স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা, কাঙালী ভোজ ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের নগরীর চকবাজারে এবাদুল্লাহ মসজিদে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে পৃথক আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
দুপুরে নগরীর লঞ্চঘাটে আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এসময় নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুুস সাকিব উপস্থিত ছিলেন।