মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও গণভোজ। আজ শুক্রবার (৩০মে) পুরাতন বাস স্ট্যান্ড (পাওয়ার হাউজ) বিদ্যুৎ অফিস এর ভিতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (রাজু)র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন। বিশেষ অতিথি টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। সার্বিক তত্ত্বাবধায়নে মোঃ ইমদাদুল হক সহ-সভাপতি, মোঃ শাজাহান মিয়া সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ সাইদুর রহমান, আমিনুল ইসলাম, মোফাজ্জল, মানিক শিকদার সহ আরো অনেকে।