জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:১৬ পিএম
জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)'র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল এর উদ্যোগে সোনারাগাঁয়ে এই দোয়া মাহফিল এবং মসলন্দপুর দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা’র দেড়শ এতিম শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিল ও এতিমদের জন্য এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সভাপতি বারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাসেম বাবু। 

এসময় দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, অংগসংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে