রোববার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে। এটি সেই আওয়ামী লীগ, যারা ৭১ এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছিল।
ফখরুল ইসলাম আলমগীর আরও যোগ করে বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে জিয়াউর রহমান প্রথম সংস্কার সূচনা করেছিলেন। তার শাহাদাতের পর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন।
৩১ দফার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা সংস্কার তুলে ধরেছি। আসুন যুগান্তকারী ৩১ দফাকে সামনে নিয়ে যাই। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার বাস্তবায়নের পথে হাঁটাই এখন আমাদের কাজ।
এসময় বিএনপির আরো নেতা কর্মীরা অনুষ্ঠানে বক্তব্যে তুলে ধরেন।