কালিয়াকৈর দোয়া মাহফিল ও বস্ত্র বিতরন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:১৭ পিএম
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লতিফপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান। পরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অপর দিকে কালিয়াকৈর উপজেলা বিএনপির অফিসস্থলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মু,হেলাল উদ্দিন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে দিবসটি উদযাপন করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে