যুবদল নেতার বাবা-মায়ের কবরস্থান ভেঙে ফেলার অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:২৫ পিএম
যুবদল নেতার বাবা-মায়ের কবরস্থান ভেঙে ফেলার অভিযোগ

খাল খননের নামে কবরস্থান, ব্যক্তিগত বসতবাড়ির একাংশ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারের সহযোগীদের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া এলাকার।

শুক্রবার (৩০ মে) বিকেলে মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সদস্য মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, মাহিলাড়া থেকে বাসুদেবপাড়া খাল খননের জন্য বিএডিসির ঠিকাদার নিয়োগ করা হয়। তবে মূল ঠিকাদারের কাছ থেকে স্থানীয় ভেক্যু ব্যবসায়ী শওকত সরদার খালটি খননের চুক্তি করেন। এরপর সে (শওকত) স্থানীয় বিএনপি নেতা বাদশা হাওলাদারসহ অন্যান্য বিএনপি নেতাদের নিয়ে খাল খননের কাজ শুরু করেন। খাল খননের শুরুতেই খননকারীরা অনিয়ম করে আসছে। এনিয়ে আমি (মোয়াজ্জেম) সহ স্থানীয় খালপাড়ের বাসিন্দারা অনিয়মের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে খালের পাশে ব্যক্তিগত জমিতে থাকা আমার বাবা-মায়ের কবরস্থান ভেঙে ফেলা হয়। এছাড়াও উদ্দেশ্যেমূলকভাবে স্থানীয়দের বসতবাড়ির ব্যক্তিগত জমির মাটি কেটে খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। খাল খননের নামে এরকম অমানবিক আচরন বিগত ফ্যাসিষ্ট সরকারের লোকজনও করতে সাহস পায়নি বলেও তিনি উল্লেখ করেন।

খাল খননের মূল ঠিকাদার মোহাম্মদ আলী বলেন, ১৬ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার খাল খননের জন্য বিএডিসি থেকে শেখ ওসমান গণি এন্টারপ্রাইজের নামে কার্যাদেশ দেওয়া হয়। তবে খাল খননের কাজ আমি বাস্তবায়ন করছি না। মাহিলাড়া গ্রামের শওকত নামের এক ব্যক্তি আমার কাছ থেকে খনন চুক্তি নিয়েছে। আমি তাকে (শওকত) মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়ে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে বলেছি। সে (শওকত) যদি মানুষের ক্ষতি করে কাজ করে সেই দায় আমার না। তিনি আরও বলেন, নিয়মের বাহিরে গিয়ে কাজ করলে আমি তাকে কোন বিল দিবোনা।

অভিযোগ অস্বীকার করে শওকত সরদার বলেন, আমি ওই খাল খননের সাথে যুক্ত নই। স্থানীয় বাদশা হাওলাদার খালটি খনন করছেন। এবিষয়ে তিনিই ভাল বলতে পারবেন। স্থানীয় বিএনপি নেতা বাদশা হাওলাদার বলেন, কারো কবরস্থান ভাঙা হয়নি। এমনকি কারো ব্যক্তিগত জমিও কাটা হয়নি। খালে পানি থাকায় খনন কাজ বন্ধ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী খাল খনন করা হবে।

বিএডিসির গৌরনদীর উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী বলেন, খাল খননের সময় যথা সম্ভব মানুষের ক্ষতি এড়িয়ে সঠিকভাবে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নিয়মের বাহিরে গিয়ে কাজ করলে বিষয়টি উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কবরস্থান কিংবা ব্যক্তিগত জমি কাটার বিষয়ে কেউ আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করলেও কাজ বন্ধ করে দিতাম। খালে জোয়ারের পানি থাকায় বর্তমানে খনন কাজ বন্ধ রয়েছে। তারপরেও সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে