রংপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:৪২ পিএম
রংপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সভা

শহীদ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজন করেন।

মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সুলতান আলম বুলবুল, সালেকুজ্জামান সালেক, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম,রমহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু প্রমুখ। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ যুদ্ধের সময় ভারতে পালিয়েছি। আর আসাদের নেতা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা করেছে। বিএনপি থাকলে এই দেশ ঠিক থাকবে। আর বিএনপি না থাকলে বিএনপি ঠিক থাকবে না। এর পরে বিকেলে রংপুর টাউন হলে মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে