ক্ষেতলালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:৪৮ পিএম
ক্ষেতলালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটের ক্ষেতলালে ৩০ মে শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার বিভিন্ন পারা মহল্লার মসজিদে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা  আব্বাস আলীর পক্ষ থেকে  উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন মসজিদে আজ জুমার নামাজের পর বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে। পাশাপাশি তার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা স্মরণ করে স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

উক্ত আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আব্বাস আলীর পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ়সংকল্পে কাজ করে যাবেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে