মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:৫১ পিএম
মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায়  পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা বি,এন,পি কার্যালয়ে বেলা ১১ টায় দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ২শতাধিক অসহায়-দূস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শহর বি,এন,পি’র আহ্বায়ক কে,এম ইরাদত মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বি,এনপি[র সদস্য সচিব মো: মহিউদ্দিন প্রধান অতিথি বি,এন,পি কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য রহিমা শিকদার,জেলা বি,এন, পি”র আহ্বায়ক কমিটির সদস্য আ: বাতেন শামিম,বিশেষ অতিথি ছিলেন। এসময় অন্যানের মধ্যে সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম,শহর বি,এন,পি সদস্য সচিব এডভোকেট মাহবুবু আলম স্বপন, যুবদল নেতা মাসুদ রানা, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জেলা যুবদল এ উপলক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে।

আপনার জেলার সংবাদ পড়তে