বুধহাটায় মৃত অজ্ঞাত পাগলিকে সরকারি গোরস্থানে দাফন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৩০ মে, ২০২৫, ০৮:০৬ পিএম | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৮:০৬ পিএম
বুধহাটায় মৃত অজ্ঞাত পাগলিকে সরকারি গোরস্থানে দাফন

বুধহাটায় আবারও এক অজ্ঞাত পাগিল মৃতবরণ করেছে। একদিন পর স্থানীয়রা তাকে সরকারি কবরস্থানে দাফন করোছে।

হালকা গড়ন, মাথা চুল বিহীন, গোঙা প্রকৃতির চল্লিশোর্ধ বয়সী পাগলিকী অনুমান ২ মাস আগে বুধহাটায় এসেছিল। কুল্যার মোড় থেকে বুধহাটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের উপর ও পাশেই সাধারণতঃ তার চলাচল ও বসবাস ছিল। এরকম আরও অনেক পাগল ও অপ্রকৃতস্থ মানুষের আগমন বুধহাটায় বরাবরই রয়েছে। পাগলিটি বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদের পাশে ঘোষ পাড়া কার্লভাটের কাছের দোকানের বারান্দায় মারা যায়। খবর পেয়ে সাংবাদিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করেন। কিন্তু তার দাফন বা সৎকারের কোন ব্যবস্থা করা হয়নি। শুক্রবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় পাগলিকে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে