বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রামে এক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন,
“আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তাই, দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন।”
নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, “বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন মানুষের যে প্রত্যাশা, ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে। যারা এসব দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবে, তারা আগাতে পারবে না, পিছিয়ে যাবে। সামনের বড় চিত্র দেখতে হবে।”
আমীর খসরু মাহমুদ আরও যোগ করে বলেন,
“দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ। দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ।”