সৌদি আরবের মক্কায় পবিত্র হজ্ব পালন করতে গিয়ে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫৮) নামের এক বাংলাদশী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। মৃত আবুল কালাম আজাদ সেনবাগ উপজেলা ৫নং অজুনতলা ইউপির উত্তর গোরকাটা গ্রামের আবদুস রাজ্জাকের বাড়ির আবদুস রাজ্জাকের ছেলে। তিনি আমেরিকা প্রবাসী ছিলেন।
আবদুল কালাম আজাদের ভাজিতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বিবি খাদিজা হলের প্রক্টর অধ্যাপক ড.মোঃ আবদুল কাইয়ুম মাসুদ শুক্রবার রাত ৯টার সময় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করে জানান, তাঁর চাচা মোহাম্মদ আবুল কালাম আজাদ ২৮ এপ্রিল প্রথম হজ্ব ফ্লাইটে ঢাকা থেকে স্ত্রী বিবি রহিমাকে পবিত্র হজ্জ পালন করার জন্য সৌদি আরবের গমন করেন। সেখানে তিনি বৃহস্পতিবার দিবাশুক্রবার রাত ২টার সময় হার্টএ্যাকে মৃত্যু বরন করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউনি) আবুল কালাম আজাদ মৃত্যুকালে তিন ভাই রেখে গেছেন। তিনি ছিলেন নিঃসন্তান ।সৌদি আরবে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদ বাংলাদেশে সেনবাগের গ্রামের বাড়িতে পৌছরে পরিবারের মাঝে শুরু হয় শোকেম মাতম।