পূর্নিমা এপেক্স বৃওি ও পালাবদল অনুষ্ঠিত

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৪:৫৭ পিএম
পূর্নিমা এপেক্স বৃওি ও পালাবদল অনুষ্ঠিত

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এপেক্স ক্লাব এর উদ্যোগে পূর্নিমা এপেক্স বৃওি ও পালাবদল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নোয়াখালী মেডিলেল কলেজে অডিটোরিয়ামে ক্লাবের ২৫ সালের সভাপতি সফি উদ্দিন  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। প্রধান বক্তা ছিলেন এপেক্স বাংলাদেশের ২০২৫ সালের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি সাইফুর রহমান, ডাঃ ফরিদুল ইসলাম, জেলা গভর্নর-৮ কাজী সাখাওয়াত সোহেল বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শরীয়ত উল্ল্যা। পূর্নিমা এপেক্সের স্বপ্নদ্রষ্টা ডাঃ শরিফুল ইসলাম।

এপেক্স কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মিজানুর রহমান। পরে অতিথিবৃন্দ বৃওি প্রাপ্ত ছাএ-ছাএীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে