সেনবাগের আবুল কাসেম হত্যা মামলার আসামী গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৫:২১ পিএম
সেনবাগের আবুল কাসেম হত্যা মামলার আসামী গ্রেফতার

সেনবাগের আলোচিত আবুল কাশেম হত্যা মামলার আসামি ইসমাইল হোসেন হোরণকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা সদরঘাট এলাকার রেলওয়ে মসজিদ থেকে তাকে তথ্যপ্যযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  ইসমাইল হোসেন হোরণ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় দক্ষিন পাড় ক্লাব ঘর এলাকার সোলেমান মোল্লার ছেলে সে ওই মামলার ৫নম্বর আসামী। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।

নিহতের পরিবার সুত্রে জানায়, গত ৭ মে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় দক্ষিন পাড় ক্লাব ঘর এলাকার বাড়ীর সীমানা বিরোধ নিয়ে আম গাছের ডাল খাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের আবুল কাশেম (৭৫) হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকান্ডে ঘটনায় করা মামলায় সোলেমান মোল্লার ছেলে ইসমাইল হোসেন প্রকাশ হোরন ৫নং আসামি ছিলেন।তথ্য প্রযুক্তি ও নিহতের পরিবারের লোকজনের সহয়তায় চট্টগ্রামে অবস্থারত ইসমাইলের অবস্থান নিশ্চিত হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সেনবাগ থানার এস আই কৃষ্ণ মহন অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা সদরঘাট রেলওয়ে মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচাজ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ইসমাইল হোসেন প্রকাশ হোরন কাশেম হত্যা মামলার এজহারভুক্ত আসামী। শনিবার দুপুরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পুরিশ পাহারায় নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্যঃ গত ৭ মে বুধবার আম গাছের ডাল প্রতিপক্ষের সীমানায় যাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের আবুল কাশেম হত্যা করে বলে অভিযোগ করা হয়। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং ময়নাতদন্ত শেষে পরদিন বৃহস্পতিবার সকালে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে