নাটোরের সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
সভায় ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেছ, সিংড়া দমদমা সরকারিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া মাসুদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়া তাবাসসুম প্রমূখ।
এদিকে উপজেলার বিলহালতি ত্রিমোহী ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কসমস সংস্থার নির্বাহী পরিচালক মেহনাজ মালা। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।